মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংর্ঘষে শতাধিক নিহতের ঘটনায় মাঠের নিরাপত্তার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। আজ রোববার সংঘর্ষের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি।
ফুটবল মাঠের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তা জানতে চাওয়ার পাশাপাশি সংঘর্ষের ওই ঘটনায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করেন, গ্যালারির ধারণ ক্ষমতা ৩৮ হাজার হলেও টিকিট বিক্রি করা হয়েছিল ৪২ হাজার। ফলে সংঘর্ষের সময় গ্যালারি থেকে বের হতে চাওয়া মানুষের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
যদিও এরই মধ্যে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) জানিয়েছে, এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের জন্য বিআরআই ১ লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।