পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীতে প্রকাশ্যে দিবালোকে সাইফুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মকর্তার পায়ে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বনশ্রীর সি ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, গতকাল বেলা ১২টার দিকে বনশ্রী সি ব্লকের একটি ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলেন ফ্যাশন আইল্যান্ড গার্মেন্টেসের কর্মকর্তা সাইফুল। তিনি টাকাগুলো একটি ব্যাগে ভরে এক সহকর্মীকে সাথে নিয়ে রিকশাযোগে কর্মস্থলে ফিরছিলেন। ব্যাংকের অদুরে দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে। তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় সাইফুল ও তার সহকর্মী দুর্বৃত্তদের বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা সাইফুলের পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয় যায়। ওসি আরো বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত ছিনতাইকারিদের গ্রেফতার কিংবা লুিণ্ঠত টাকা উদ্ধার করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।