প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে অভিনেত্রী অর্ষা দুটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। একটি অরণ্য আনোয়ারের ‘ছোট বাড়ি বড় বাড়ি’ এবং অন্যটি তারিক মুহাম্মদ হাসানের ‘আলোর পথে’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘ছোট বাড়ি বড় বাড়ি’ নাটকে অর্ষাকে দেখা যাবে লাকী চরিত্রে এবং প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের মঞ্চ নাটক ‘চারিদিকে যুদ্ধ’র অনুপ্রেরণায় নির্মিত ‘আলোর পথে’ নাটকে অর্ষাকে দেখা যাবে নীলা চরিত্রে। এরইমধ্যে দুটি নাটকেরই কাজ শেষ করেছেন অর্ষা। দুটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পেরে ভীষণ খুশি এই অভিনেত্রী। অর্ষা বলেন, ‘সবসময়ই আমি চেষ্টা করেছি ভালো গল্পের নাটকে কাজ করতে। পুরো গল্পটিতে আমার চরিত্রের যেন একটি বিশেষত্ব থাকে, সেদিকে দৃষ্টি রাখার চেষ্টা করি। বিজয় দিবসের দুটো নাটকেই যে দুটি চরিত্রে অভিনয় করেছি, দুটোই বেশ গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। অনুভুতি এমন যে মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু কাজ করতে গিয়ে সেই সময়টার সঙ্গে আমার দেখা হয়েছে। মুক্তিযোদ্ধারা কতো কষ্ট করে এই দেশ স্বাধীন করেছেন তা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তাই আবারো সেইসব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। দর্শকের কাছে অনুরোধ থাকবে দুটি নাটকই দেখার জন্য।’ বিজয় দিবসে ‘ছোট বাড়ি বড় বাড়ি’ প্রচার হবে চ্যানেল আইতে এবং ‘আলোর পথে’ প্রচার হবে এনটিভিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।