Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অভিষেকেই উজ্জ্বল জেনিংস

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ২৪, কোন ধরনের ক্রিকেটেই ভারতের বিপক্ষে খেলার কোন অভিজ্ঞতা নেই। সেই কিয়েটন জেনিংসই ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে গড়লেন অভিষেক সেঞ্চুরি। পঞ্চম ইংল্যান্ড ওপেনার ও ইতিহাসের ৬৯তম খেলোয়াড় হিসেবে অভিষেক ইনিংসেই তিন অঙ্ক স্পর্শ করেন জেনিংস। জেনিংসই মূলত মুম্বাই টেস্টের প্রথম দিনটা ভারতের হতে দিলেন না। ৫ উইকেটে ২৮৮ রান নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।
শেষ সেশনের মাঝের সময়টুকু বাদ দিলে টসভাগ্যসহ পুরো দিনটাই ছিল ইংলিশদের অনুকূলে। ২ উইকেটে ২৩০ থেকে ২৪৯ রানে ৫ উইকেট। ঘাতকের নাম রভিচন্দ্রন আশ্বিন। এর আগে জো রুটকেও ফেরান আশ্বিনই। তবে ব্যক্তিগত ৪৬ রানে অ্যালিস্টার কুককে ফিরিয়ে শুরুটা করেছিলেন রবিন্দ্র জাদেজা। এজন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ২৫ ওভার পর্যন্ত, ইংলিশদের সংগ্রহ তখন ৯৯। এরপর রুটকে (২১) ও মঈন আলীকে নিয়ে যথাক্রমে ৩৭ ও ৯৪ রানের জুটি গড়েন জেনিংস। দলীয় ২৩০ ও ব্যক্তিগত অর্ধশতকের পরই ফেরেন মঈন। আশ্বিনের ঐ একই ওভারের এক বল পরেই গালিতে পুজারার দুর্দান্ত ক্যাচে পরিণত হন জেনিংস। ইংলিশ ওপেনারের ২১৯ বলের ইনিংসে ছিল দৃষ্টিনন্দন ১৩টি চারের মার।
জনি বেয়ারশ’ও ফেরেন দ্রæতই। এরপর ১৩.৪ ওভারে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে কোন অঘটন ছাড়াই দিন শেষ করেন বেন স্টোকস (২৫*) ও জস বাটলার (১৮*)। ৭৫ রানে ৪ উইকেট নেন আশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ৯৪ ওভারে ২৮৮/৫ (কুক ৪৬, জেনিংস ১১২, রুট ২১, মঈন ৫০, বেয়ারস্টো ১৪, স্টোকস ২৫*, বাটলার ১৮*; ভুবনেশ্বর ০/৩৮, উমেশ ০/৩৬, অশ্বিন ৪/৭৫, জয়ন্ত ০/৭৮, জাদেজা ১/৬০)। (প্রথম দিন শেষে)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিষেক

২ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ