বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট পৌর এলাকার বসুরহাট-কবিরহাট সড়কে মালবাহী পিকআপ ভ্যান চাপায় মো. শফি উল্যা (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনায় গাড়িটি আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় লোকজন, তবে ঘটনার পর দ্রæত পালিয়ে যায় গাড়ি চালক।
শুক্রবার ভোরে পূর্ব ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শফি উল্যা কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বেপারি বাড়ির নোয়াব আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কবিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন শফি উল্যা। বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে ওঠলে বসুরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রæত গতির পিকআপভ্যান তাকে পিছন থেকে চাপা দিলে সড়কে পড়ে গিয়ে শফি উল্যা গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে চালিয়ে যায় গাড়ি চালক। আহত শফি উল্যাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।