Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুজনের ভাবনায় কন্ডিশন, তাসকিনের বিশ্বকাপ

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সফরকে সামনে রেখে সিডনিতে ৮ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মুশফিক-সাকিবরা। দুইভাগে ভাগ হয়ে দেশ ছাড়ছে খেলোয়াড়রা। বিপিএলের ফাইনালের কারণেই একসঙ্গে যাওয়া হচ্ছে না ২২ সদস্যের স্কোয়াডের। গতকাল রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুশফিকের নেতৃত্বে প্রথমে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেয় মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শুভাগত হোম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান। বাকিরা আগামীকাল বিকালের ফ্লাইটে যাবেন সিডনিতে। চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই অধিনায়ক তামীম ইকবাল ও মাশরাফি বিন মতুর্জা বিশ্রাম পেলেও তারা শনিবার রাতের ফ্লাইটেই উঠবেন। তাদের সঙ্গে যোগ দেবেন রাজশাহী কিংসের হয়ে খেলা মমিনুল হক, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ; ঢাকার হয়ে খেলা সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তানভীর হায়দার যাবেন শনিবার রাতের ফ্লাইটে।
সিডনিতে প্রস্তুতি ক্যাম্পের সময় দুটি প্রস্ততি ম্যাচও খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে প্রতিপক্ষ থাকবে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্স। সেখান থেকে ১৮ ডিসেম্বর দল যাবে নিউজিল্যান্ড। মূল সিরিজ শুরু ২৬ ডিসেম্বর ওয়ানডে দিয়ে। এর আগে ২২ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের আগে ১৫ জনের চূড়ান্ত দল দেওয়া হবে ওয়ানডের জন্য। দ্বিতীয় ওয়ানডে শেষে টি-টোয়েন্টির দল দেয়া হবে। আর দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে টেস্টের দল ঘোষণা করা হবে। টি-টোয়েন্টি শেষ করার পর ওখান থেকে ৫ জন চলে আসবে, ১৭ জন থাকবে।
অস্ট্রেলিয়াতে ৮ দিনের ক্যাম্প এবং নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে কয়েকদিনের বিরতিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করবে টাইগাররা। এমন পরিকল্পনাকে যথেষ্টই মনে করছেন খালেদ মেহমুদ সুজন। গত কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই অধিনায়ক। তবে ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সিরিজে সেই দায়িত্বে থাকতে পারছেন না তিনি। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান।
সেই অস্ট্রেলিয়াতে ৮ দিনের ক্যাম্প এবং নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে কয়েকদিনের বিরতিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করবে টাইগাররা। এমন পরিকল্পনাকে যথেষ্টই মনে করছেন সুজন গতকাল এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সবাই তো খেলার মধ্যে আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আমরা দুই সপ্তাহের মতো বিরতি পাবো। অস্ট্রেলিয়াতে ক্যাম্পটা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগের বিরতিটা কাজে লাগানো যাবে। আমার কাছে মনে হয় ভালো খেলোয়াড়রা সহজেই এটা মানিয়ে নিতে পারবে।’
গতকাল দেশ ছাড়বার আগে সুজনের কথার খেই ধরেই যেন নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে গেলেন দলের তরুন পেসার তাসকিন আহমেদও, ‘নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা আমার রয়েছে। আশা করি অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে পারব। গত বিশ্বকাপে নেলসনে যেভাবে বোলিং করেছিলাম, সেই ধারাটা পুরো সফরেই রাখবো বলে আত্মবিশ্বাসী।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুজন

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ