Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হলো সুজন মাঝি সিনেমার কাজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। গ্রামীণ লোক কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। ফেরদৌস বলেন, ঝন্টু স্যারের সিনেমায় কাজ করছি। তিনি একজন অভিজ্ঞ নির্মাতা। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। এটা একটা ফোক সিনেমা। অনেক দিন ফোক ঘরানার সিনেমায় কাজ করা হচ্ছিল না। এখন এ সিনেমার মধ্য দিয়ে আবার ফোক সিনেমায় কাজ করছি। এ ধারার সিনেমা নতুনভাবে দর্শক দেখতে পাবে। নিপুণ জানান, গ্রামের পটভূমিতে খুব বেশি সিনেমা এখন নির্মাণ হয় না। দীর্ঘদিন পর এ ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে, মূলত এ বিষয়টির জন্য সুজন মাঝির সঙ্গে যুক্ত হয়েছি। ঝন্টু আঙ্কেল গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞাত হবে। সিনেমায় আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সেলিম, সিয়াম খান, গাঙ্গুয়াসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু হলো সুজন মাঝি সিনেমার কাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ