বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলের নামে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার জন্য কুমিল্লা জেলা থেকে নাম নিবন্ধন করেছে ২ লাখ ৫ হাজার ৭৮০ জন।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে অনলাইনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসকের দপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশের ৬৪ জেলার ৮-১২ বছরের শিক্ষার্থীরা ক বিভাগে ও ১৩ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা খ বিভাগে নাম নিবন্ধন করেছে। এতে ৮ লাখ ৯০ হাজার ৭৩০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করে। এর মধ্যে কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নাম নিবন্ধন হয়। কুমিল্লা জেলায় নিবন্ধনকারীর সংখ্যা ২ লাখ ৫ হাজার ৭৮০ জন। এরপরে রয়েছে চট্রগ্রামে ২৫ হাজার ৪৭৬ জন, চাঁদপুরে ২২ হাজার ৪০০ জন, খুলনা জেলায় ১৪ হাজার ৪০০ ও যশোরে ১২ হাজার ৬৬৭ জন । অপর নিবন্ধনকারীরা দেশের ৫৯ টি জেলার।
কুমিল্লা জেলার নাম নিবন্ধনকারীদের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার ২৮ হাজার ২৩ জন, মুরাদনগরে ২৬ হাজার ২২২ জন, ব্রাহ্মণপাড়ায় ১৭ হাজার ৪৮৮ জন, দাউদকান্দিতে ১৪ হাজার ৭২৫, লালমাইতে ১৩ হাজার ৪৩৮ জন, চান্দিনায় ১৩ হাজার ৩৮২ জন, সদর দক্ষিণে ১১ হাজার ২৭০ জন, লাকসামে ১১ হাজার ১৩০ জন, দেবীদ্বারে ৯ হাজার ৭৫২ জন, আদর্শ সদরে ৯ হাজার ৩৮৩, মনোহরগঞ্জে ৯ হাজার ২৪৯, বরুড়ায় ৯ হাজার ১৭১ জন, বুড়িচংয়ে ৮ হাজার ৭৭৫ জন, হোমনায় ৬ হাজার ৮৭১ জন, মেঘনায় ৬ হাজার ২৪৭ জন, তিতাসে ৬ হাজার ১৪১ জন ও নাঙ্গলকোটে ৪ হাজার ৫১২ জন।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সারাদেশের মধ্যে কুমিল্লার নিবন্ধন বেশি। প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহের কারণে এতো সংখ্যক শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। এতে করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।