Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে হামলার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৮ পিএম

ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের উপর হামলা ও মারধরের প্রতিবাদে ময়মনসিংহ শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এ সময় বিক্ষোভকারীরা এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর সানকিপাড়া রেললাইন এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রাকিব হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহীন আহম্মেদ, ছাত্রনেতা তানভীর আহমেদ ইমন, শুভ, তুহিন, লিমন, রায়হান প্রমূখ।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার দলের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতেক হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ