Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বানান ভুল করায় ছাত্রকে হত্যা করলেন শিক্ষক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

বানান ভুল করার দলিত স¤প্রদায়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে তল্লাশিতে নেমেছে ভারতের পুলিশ। নিহতের বাবা পুলিশি অভিযোগে জানান, চলতি মাসের শুরুর দিকে এক পরীক্ষায় তার ছেলে নিখিল সোশ্যাল (ইংরেজিতে) বানান ভুল করে। এ জন্য অভিযুক্ত শিক্ষক তার ছেলেকে জ্ঞান না হারানো পর্যন্ত রড দিয়ে পেটাতে থাকে ও লাথি মারে। এরপর ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় মধ্য প্রদেশের এক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সে মারা যায়। এই খবর শুনে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। পুলিশ কর্মকর্তা মহেন্দ্র প্রতাপ সিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত শিক্ষক পালিয়ে আছে, কিন্তু আমরা তাকে শিগগিরই গ্রেপ্তার করবো। দিল্লি থেকে আল-জাজিরার সাংবাদিক পাভনি মিতাল বলেন, এই ঘটনায় ঘটনাস্থল অরাইয়া জেলাতে বিক্ষোভ শুরু হয়েছে। ওই ছাত্রের দাফন সম্পন্ন হওয়ার আগে তারা অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরও জানান, পরিবারের লোকজন জানিয়েছে কয়েক সপ্তাহ আগে বানান ভুল করার জন্য নিখিলকে ওই শিক্ষক বেধড়ক পিটিয়েছে। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক

১৪ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ