Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের সাবেক এমপি এড. খালেকুজ্জামান ছিলেন সকলের কাছে জনপ্রিয় নেতা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৯ পিএম

 

মরহুম এড. খালেকুজ্জামান ছিলেন দল মত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় নেতা। তার সম্প্রিতি ও সহনশীলতা সাবাইকে মুগ্ধ করেছিল। আজকের সমাজে খালেকুজ্জামান এর মত নেতার বেশী প্রয়োজন ছিল। ২১ তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভায় আলোচনায় বক্তারা একথা বলেন।
২৮ সেপ্টেম্বর বিকেলে মরহুমের গ্রামের বাড়ি কালির ছরা শিকদার পাড়া স্টেশনে আয়োজিত সভাপতিত্ব করেন শাহাব উদ্দিন চৌধুরী।

২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর এক নির্বচনী জনসভায় প্রাণ হারান। ১ অঅক্টোবরের জাতীয় সংসদ নির্বাচের আগ মুহুর্তে চার দল মনোনিত জনপ্রিয় নেতা এড. খালেকুজ্জামান ইন্তেকাল করেছিলেন।

গত ২১ বছর ধরে রামু কক্সবাজারের মানুষ তাকে স্মরণ রেখেছে। প্রতিবছর নানা আয়োজনে পালন করা হয় তাঁর মৃত্যু বার্ষকী।

স্মরণ সভায় আলোচনা করেন,
যথাক্রমে- সাংবাদিক শামসুল হক শারেক আজিজুর রহমান সিকদার, মুসলেহ উদ্দিন চৌধুরী সভাপতি রশিদ নগর ইউনিয়ন বিএনপি, সেনাগীর আলম সাবেক এম ইউ পি ঈদগাঁও ইউনিয়ন পরিষদ,
আজিজুল হক আজু সিনিয়র সহ সভাপতি রশিদ নগর ইউনিয়ন বিএনপি, জানে আলম সাংগঠনিক সম্পাদক রশিদ নগর ইউনিয়ন বিএনপি, আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ নগর ইউনিয়ন বিএনপি, কালো সিকদার, কামাল হোসেন সিকদার, শাহিনুল আজম চৌধুরী, বিশিষ্ট বয়বসায়ী জনাব তুফািল উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটির সহ-সেক্রেটারি নাছির উদ্দীন মাহমুদ জনান ইন্জিনিয়ার এহসানুল করিম।
স্মরণ সভায় পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাত করেন হজরত মাওলানা ওসমান গণি। অনুষ্ঠান সঞ্চালনা করেন
রত্নগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের শিকক্ষক মাষ্টার আবু বকর ছিদ্দিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ