Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাজমহলের ৫শ’ মিটারের মধ্যে দোকানপাট নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

ভারতের সুপ্রিম কোর্ট সপ্তদশ শতাব্দীর মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন আগ্রার তাজমহল রক্ষায় একটি গৃরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, তাজমহলের ৫০০ মিটার পরিধির মধ্যে কোনো দোকানপাট রাখা চলবে না। সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম নিষিদ্ধ ওই এলাকার মধ্যে। সোমবার এ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ যাতে ঠিক ভাবে পালন করা হয়, তা দেখার দায়িত্ব আগ্রা উন্নয়ন পর্ষদকে দিয়েছে ভারতের এ শীর্ষ আদালত। সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যের আশপাশে অবৈধ ভাবে দোকানপাট গড়ে উঠছে, এই অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় বিচারপতি সঞ্জয় কিসান কল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, তাজমহলের সীমানা প্রাচীর থেকে ৫০০ মিটার পরিধির মধ্যে যেসব বাণিজ্যিক কাজকর্ম হয়ে থাকে, তা বন্ধ করতে হবে আগরা উন্নয়ন পর্ষদকে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাজমহল

২৩ নভেম্বর, ২০২১
২২ সেপ্টেম্বর, ২০২০
২৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ