মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রবল দূষণে দিল্লির বায়ু দূষণ ক্রমশ ছেয়ে ফেলছে গোটা উত্তর ভারতকে। এই অবস্থায় দূষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে আইকনিক মনুমেন্ট এলাকায় বসানো হয়েছে এয়ার পিউরিফায়ার। ৩০০ মিটার এলাকাজুড়ে আট ঘণ্টায় ১৫ লাখ কিউবিক মিটার বাতাস পরিশুদ্ধ করবে এই এয়ার পিউরিফায়ার।
উত্তরপ্রদেশ পলিউশন কনট্রোল বোর্ডের তরফে তাজমহলে বসানো হয়েছে এই এয়ার পিউরিফায়ার। তাজমহলের পশ্চিম তোরণে এই মোবাইল এয়ার পিউরিফায়ার ভ্যান বসানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পলিউশন কনট্রোল বোর্ডের আঞ্চলিক আধিকারিক ভুবন যাদব।
অনেকদিন ধরেই দূষণ পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের ক্ষতি করছে বলে আশঙ্কা। তাজমহলের সাদা মার্বেলে পড়ছে হলদেটে ছোপ। উত্তরপ্রদেশে এই ধরনের দুটি এয়ার পিউরিফায়ার ভ্যান আনা হয়েছে। তারই একটি বসেছে তাজমহলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।