মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের পরিবারের সদস্যদের জনসম্মুখে সেভাবে দেখা যায় না। কারণ নিজের অবস্থান এবং পরিবারের সদস্যদের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলেন কিম। তবে এই প্রথম জনসম্মুখে এলো উত্তর কোরিয়ার শীর্ষ নেতার মেয়ে।
চীনা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় একদল শিশু।
সেখানে পারফর্ম করে ৯ বছরের এক মেয়ে। এ সময় শিশুটির কাছে ছিলেন কিমের স্ত্রী সোল। অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এরপরই আলোচনা শুরু হয় মেয়েটিকে নিয়ে।
২০১৭ সালে দক্ষিণ কোরিয়া দাবি করে, কিম জং-উনের মোট তিন সন্তান। ২০১০ সালে জন্ম হয় প্রথম সন্তানের, দ্বিতীয় সন্তান ২০১৩ সালে এবং তৃতীয় সন্তানের জন্ম হয় ২০১৭ সালে।
ধারণা করা হচ্ছে, ২০১৩ সালে জন্ম নেওয়া সন্তানকেই পারফর্ম করতে দেখেছে কোরিয়াবাসী। কঠোর গোপনীয়তা রক্ষার কারণে কিমের পরিবারের কারও প্রকাশ্যে আসা নিয়ে বেশ আগ্রহ থাকে সবার মাঝে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।