Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ছাত্রীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ওই স্কুলের ছাত্রীরা। আর প্রধান শিক্ষকের দাবি, ‘অভ্যন্তরীন কিছু কারণ রয়েছে’। বিক্ষোভ চলাকালীন ছাত্রীদের আরও অভিযোগ, ‘মানববন্ধন না করতে, ছাত্রীদের পরীক্ষা না দিতে দেয়াসহ নানা হুমকি-ধামকি দিয়েছেন এক নারীকাউন্সিলর।
সোমবার (২৬ সেপ্টম্বর) দুপুরে সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করেছে। সেখানেই গণমাধ্যমের কাছে নানা অভিযোগ করে শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘উনি আমাদের পিছনে পিছনে ওয়াশরুমে যায়। গিয়ে দেখে মেয়েরা কি করে। ওনার চরিত্র ভালো না, উনি মেয়েদের গায়ে হাত দেয়। খারাপ ভাষায় কথা বলে। আমরা ২৪ ঘন্টার মধ্যে ওনার বহিস্কার চাই।’
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, মহিলা কাউন্সিলর আমাদের ওপেনলি থ্রেট (হুমকি) দিসে। আমাদের বলছে, আমার কথা তোমরা শোন নাই; তোমাদের পরীক্ষা দিতে দিতাম না। তোমাদের অনেক বড় ক্ষতি হইবো।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘এভাবে আমরা ছাত্রীদের লাঞ্ছনার শিকার হতে দিবো না। কিছুদিন পরেই আমাদের এই স্কুল থেকে বিদায়। তবে, আমাদের সাথে যা হইসে সেটা যাতে আমাদের ছোট আপুদের সাথে না হয়।’
এদিকে অভিযোগের বিষয়টিকে অস্বীকার করে ওই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ‘ওরা’ এসব বলতে পারে, কিন্তু এইসব ঠিক না। এসবের পেছনে আমাদের অভ্যন্তরীন কিছু কারণ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ