বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীতে ব্যাটারি চালিত অটো রিকশার চাপায় পড়ে আট বছরের শিশু নীরব তালুকদারের মৃত্য হয়েছে। শিশু নীরব তালুকদার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের লিটন তালুকদারের ছেলে।
রবিবার ( ২৫ সেপ্টেম্বর ) বিকেল ৩ টার দিকে রাজবাড়ী-রাজধরপুর সড়কের রাজধরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার উপ পরিদর্শক ( এস আই ) বোরহান উদ্দিন বলেন. রবিবার বিকেলে ওই শিশুটি রাজধরপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ব্যাটারি চালিত অটো রিকশার নিচে চাপা পরে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরন করেন। পরে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে অটোটি রিকশাটিকে শনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কনা বলেন, নীরব নামে ওই শিশুটিকে স্থানীয়রা ও তার স্বজনরা হাসতালে নিয়ে আসার পূর্বের তার মৃত্য হয়েছে। পরে থানা পুলিশের সদস্যরা ব্যাবস্থা গ্রহন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।