পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশে ২৫টি উন্নয়ন সহযোগী সংস্থায় নিয়োজিত সাবেক কিছু কর্মকর্তা কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ব্যবহারে বাংলাদেশের আইন ভঙ্গ এবং তার মাধ্যমে দেশের বিপুল রাজস্ব ক্ষতির সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে আইনানুগ প্রক্রিয়ায় শুল্ক আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে সব প্রকার সহায়তা প্রদানে উন্নয়ন সহযোগীদের প্রতি আহŸান জানিয়েছে সংস্থাটি।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহে কর্মরত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বাংলাদেশের শুল্ক আইন ভঙ্গের ঘটনায় এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে, তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চার প্রকট অভাব বিদ্যমান।
বাংলাদেশের শুল্ক আইন ভঙ্গ করার মাধ্যমে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সাবেক কর্মকর্তাবৃন্দ জেনেভা কনভেনশনের স্বীকৃত রীতিনীতিও নির্লজ্জভাবে লঙ্ঘন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন ড. ইফতেখারুজ্জামান।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর পদ্ধতি অবলম্বন ও শুল্ক আইন ভঙ্গ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে তথ্য স্বতঃপ্রণোদিতভাবে প্রকাশের জন্য উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের প্রতি আহŸান জানানো হয়। অন্যদিকে শুল্কজনিত রাজস্ব ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি টিআইবির পক্ষ থেকে আহŸান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।