বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুলাভাইয়ের বাসায় বেড়াতে আসার পথে ট্রাকের চাপায় এক ভাই নিহত ও একভাই গুরুতর আহত হয়েছেন। তাদের আনতে আসা দুলাভাইও মারা যান। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৫টায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে। এসময় দাড়িয়ে থাকা একটি এম্বুলেন্সের পিছনে ধাক্কা দিলে এম্বুলেন্সটি ক্ষতিগ্রস্থ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে দিনাজপুরের পুলহাট এলাকায় আত্বীয় (ভগ্নিপতি) মোহাম্মদ আলীর বাড়ীতে বেড়াতে আসছিল আজগর আলী ও মুকুল। পথে তাদের বাস বিকল হয়ে যায়। যাত্রীদের অনেকে ইজি বাইকে চড়ে নিজেদের গন্তব্যে চলে গেলেও দুই ভাই হেটেই রওয়ানা হয়। তাদেরকে আনতে যায় দুলাভাই মোহাম্মদ আলী।
এসময় ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী দ্রুতগামী ট্রাক তাদের তিনজনকেই চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় আজগর আলী পিতা আজিজুল হক গ্রাম আজিদপুর, উপজেলা সুন্দরগঞ্জ জেলা দিনাজপুর ও মোহাম্মদ আলী পিতা মকবুল মুন্সি গ্রাম পুলহাট উপজেলা সদর জেলা দিনাজপুর। মোহাম্মদ আলী ট্রাকের নিচেই আটকে রয়েছে। আহত মুকুল গ্রাম সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধাকে মুমুর্ষ অবস্থায় এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।