মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় শেষে ঢাকায় পৌঁছার পর সাবিনা খাতুনদের রাজকীয়ভাবেই বরণ করে নেওয়ার আয়োজন করা হয়েছে। তারই প্রথম পর্ব ছিল ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফেতে নিয়ে আসা। বিমানবন্দর থেকে প্রায় ৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে বাফুফেতে পৌঁছেছে নারী ফুটবল দল।
সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বাফুফে ভবনের কাছে পৌঁছায় সাবিনা-মারিয়া-সানজিদাদের বহনকারী বাস। তবে হাজার হাজার মানুষের ভিড়ে তাদের গেট থেকে ভেতরে ঢোকাই কঠিন হয়ে পড়ে তাদের। সেই জনস্রোত ঠেলে ধীরে ধীরে অবশেষে বাস এসে পৌঁছেছে ভবনের সামনে।
ভবনের কাছে আসার পর দেখা দেয় আরও এক বিপত্তি। মানুষের ভিড় ঠেলে নিচে নামাটাই কঠিন হয়ে পড়ে তাদের। শেষমেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাফুফের নিরাপত্তা কর্মীদের সহায়তায় বাস ছেড়ে বাফুফে ভবনের আঙিনায় নামেন সাফ চ্যাম্পিয়ন সাবিনারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।