বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানের চারা নিয়ে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাদারীপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী কিনু তিস্তা নদীর মাঝ চরে আমন ধানের চারা রোপণের জন্য চারা নিয়ে সাঁতার দেয়। এসময় সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে আর ভেসে উঠেননি। পরে স্বজনরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেন। এরই একপর্যায়ে সন্ধ্যা ৬ টার দিকে নদীতে কিনুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। হরিপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম বলেন, ‘ধানের চারা নিয়ে তিস্তা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম তিস্তা নদী পর হতে গিয়ে পাানিতে ডুবে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।