Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজুর রহমান (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাফিজুর শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের নূর আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে একটি ক্লাবের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়ীসংলগ্ন ধান ক্ষেতে কাজ করার জন্য ৫শ’ বিঘা ক্লাবের পাশ দিয়ে বিলের মধ্যে যাচ্ছিলেন। এ সময় অসাবধনতাবশতঃ তিনি পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। এরপর অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহবুবুর রহমান শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যু নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ