Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে মামুন সিকদার (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অপর সুমন সিকদার (২০) ও রুবেল (২৫) কৃষক আহত হয়। তাদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে।
জানা যায়, তারা জমিতে বীজ বপন করতে ছিল। এ সময় আকস্মিকভাবে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মামুন সিকদার নিহত ও অপর দু’জন কৃষক গুরুতর আহত হয়। নিহত কৃষক উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামের জব্বার সিকদারের ছেলে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মাহবুব আলম বজ্রপাতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর স্থানীয়রা মামুনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আহত অপর দু’জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং তারা শংকামুক্ত। নিহত মামুনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া থানার এস আই ইদ্রিস আলী জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ