রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনার কয়রায় অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বাগালি ইউনিয়নের গাজীনগর গ্রামের ধানখেতে ঘটনাটি ঘটে। নিহত ওই কৃষকের নাম খোকন মোড়ল (৪৫)। সে ওই গ্রামের ইসমাইল মোড়লের ছেলে। গত বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারের সাথে ওই কৃষকের লাশ দেখতে পেয়ে কয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে কয়রা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, কৃষক খোকন মোড়ল বুধবার এশার নামাজ পড়ে গাজীনগর বীলের বোরো ধানের বীজ তলা থেকে চারা উঠাতে যান। রাতে বাড়ি ফিরে না আসলে সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করতে থাকেন। পরবর্তীতে এলাকাবাসী তাকে একটি ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে মৃত্যু অবস্থায় দেখতে পায়। আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।