Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে রেল লাইনের পাশে পলিব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৭ পিএম

নীলফামারীর ডোমারে রেল লইনের পাশ থেকে পলিব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

জানা যায়, বুধবার (২১সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী মকছেদ আলীর স্ত্রী জান্নাতুন ডোমার বাজার রেলঘুন্টির একটু সামনে লাইনের পাশে পলেথিনের ব্যাগে মোড়ানো মাংসের প্যাকেটের মতো কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে দেখে ৫ থেকে ৬ মাস বয়সের একটি নবজাতক শিশু কে বা কাহারা ফেলে দিয়ে গেছে। এসময় জান্নাতুনের ছেলে মোঃ রতন ৯৯৯ নাম্বারে ফোন দিলে ঘটনাস্থলে ডোমার থানার পুলিশ উপস্থিত হন।
সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়লে নবজাতকের মরদেহ দেখতে শুরু হয় উৎচ্ছুস জনতার ভিড়।

ডোমার থানার এসআই লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন-নবী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম প্রতিবেদককে জানান, ১ থেকে ২ ঘন্টা পুর্বে রক্তমাখা নবজাতক শিশুটিকে এখানে ফেলে দিয়ে গেছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে শিশুটির দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরদেহ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ