Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় ইসলামী আন্দোলন নেতা উজ্জলের জানাজা ও দাফন সম্পন্ন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৬ পিএম


ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের জয়েন্ট সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর বড় ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাবেক সেক্রেটারি মোঃ আখতারুজ্জামান উজ্জ্বল আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বাদ জোহর পশ্চিম বানিয়া খামার বাইতুল করিম জামে মসজিদের সামনে ক্লাবের মোড়ে অনুষ্ঠিত হয়, জানাজা নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আবু আব্দুল্লাহ মাহমুদী, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, শেখ হাসান ওবায়দুল করিম, মুহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদৌস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, এস কে নাজমুল হাসান, মাওঃ হাফিজুর রহমান, আমজাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন, নুরুল হুদা সাজু, আবুল কাশেম, ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, নাজমুল হোসেন, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেসবাহ সহ অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ