মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি স্কুলগুলোর পাঠ্যক্রমে বিকৃত ইতিহাস ঢুকিয়ে দেয়ার ইসরাইলি প্রচেষ্টার বিরুদ্ধে একদিনের ধর্মঘট পালন করছে পূর্ব জেরুজালেম আল-কুদসের ফিলিস্তিনি স্কুলগুলো।
ফিলিস্তিনের ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস বা পিএনআইএফ এক বিবৃতিতে আজ (সোমবার) এ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুরা ইহুদিবাদী ইসরাইলের বিকৃত ইতিহাস পড়তে রাজি নয় তারা বরং ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণীত পাঠ্যবই পড়বে। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।
চলতি মাসের গোড়ার দিকে ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি স্কুলগুলোতে বিতরণের জন্য নয়া পাঠ্যপুস্তক প্রকাশ করে। এসব বইয়ে ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
ফিলিস্তিনিরা বলছেন, জেরুজালেম আল-কুদস’সহ গোটা ফিলিস্তিনি ভূখণ্ডের ইতিহাস বিকৃত করে এই অঞ্চলে উড়ে এসে জুড়ে বসা ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রকে বৈধতা দেয়ার সুদূরপ্রসারি লক্ষ্যে এসব পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে।
তেল আবিবের এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত শনিবার পূর্ব জেরুজালেম আল-কুদস শহরের বিভিন্ন অংশে ফিলিস্তিনি শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরা এসব বিক্ষোভে অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।