Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আল-আজহারের গ্র্যান্ড ইমামকে ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে সম্মাননা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪২ পিএম

আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ তায়্যিবকে কাজাখস্তানের ঐতিহ্যবাহী পোশাক ‘শাপন’ উপহার দেওয়া হয়েছে। দেশটির বৃহত্তম মসজিদ পরিদর্শনকালে তাঁকে উপহার তুলে দেন দেশটির প্রধান মুফতি শায়খ নুরিজবে হাজি তাগানুলি উতবেনভ।

এ সময় সেখানে বিশ্ব ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রধানদের সপ্তম কংগ্রেসে (কংগ্রেস অব লিডার্স অব ওয়ার্ল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল রিলিজিয়াস) অংশ নেওয়া প্রতিনিধিসহ ৩০ হাজারের বেশি মুসল্লি ও শ্রোতা উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে অংশ নিতে কাজাখস্তানে আসেন এবং গত ১২-১৬ সেপ্টেম্বর রাজধানী নুরসুলতানের ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেন আল-আজহারের গ্র্যান্ড ইমামসহ ৫০টি দেশের এক শ প্রতিনিধি।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে কাজাখস্তানের প্রধান মুফতি বলেন, বিশ্বখ্যাত আল-আজহারের প্রধান ইমাম কাজাখস্তানে আসায় আমাদের দেশের জনগণ অত্যন্ত আনন্দিত। তাঁকে দেখতে ও তাঁর কথা শুনতে আজ এই মসজিদে হাজার মুসল্লি সমবেত হয়েছেন।

উল্লেখ্য, কাজাখস্তানে শাপন পোশাক উপহার দেওয়ার প্রাচীন ঐতিহ্য রয়েছে। সর্বোচ্চ সম্মান ও প্রশংসা জানাতে প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ ব্যক্তিদের এই উপহার দেওয়া হয়। কাজাখ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয় ঐতিবাহী এ পোশাককে। উপহার দেওয়ার এ রীতিকে মর্যাদাপূর্ণ জাতীয় সংস্কৃতি ও জনগণের দৃঢ়মনোবলের প্রতীক মনে করা হয়। সূত্র : আল-আজহার ওয়েবসাইট



 

Show all comments
  • jack ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম says : 0
    They don't follow the Sunnah of our Prophet[SAW] He ordered muslims to oppose the kafir lengthen the beard and trim the moustache>>> that doesn't beard will go down to all the way to knee. His and Shabah's beard was chest length.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোশাক

২৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ