Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

উপকরণ ছাড়াই ৪৮ তলা ভবন বেয়ে উঠে গ্রেফতার ‘ফ্রান্সের স্পাইডারম্যান’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৭ পিএম

কতৃপক্ষের অনুমতি ও কোনো নিরাপত্তা উপকরণ ছাড়াই ৪৮ তলা একটি ভবনের দেওয়াল বেয়ে সেটির ছাদে ওঠায় গ্রেপ্তার হয়েছেন ‘ফ্রান্সের স্পাইডারম্যান’ হিসেবে পরিচিত অ্যালান রোবেয়া। রোববার নিজের ষাটতম জন্মদিন উদযাপন করতে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ছিল অ্যালান রোবেয়ার ৬০তম জন্মদিন। এইদিন দড়ি বা অন্য কোনো সুরক্ষা উপকরণ ব্যাবহার না করেই প্যারিসের ট্যুর টোটাল এনার্জিস নামের ৪৮ তলা ভবনটির ছাদে উঠে যান তিনি।
ভবনটিতে ওঠার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া ও কোনো সুরক্ষা উপকরণ ব্যবহার না করায় ছাদে ওঠার পরই তাকে গ্রেপ্তার করে প্যারিস পুলিশ।
এক প্রতিবেদনে ফ্রান্সের সংবাদমাধ্যম ডিফেন্স নাইনটি টু-এর এক প্রতিবেদনে বলা হয়, আগেও বেশ কয়েকবার ট্যুর টোটাল এনার্জিস ভবনে আরোহণ করেছেন রোবেয়া। এবার ভবনটির দেয়াল বেয়ে উঠতে তার মাত্র ৬০ মিনিট সময় লেগেছে।
ভবনটির ছাদে ওঠার পর রয়টার্সকে তিনি বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নিজের ৬০তম জন্মদিনে আমি এই ভবনটি বেয়ে উঠব। কারণ ফ্রান্সের প্রচলিত সংস্কৃতিতে ৬০ বছর বয়সকে অবসর গ্রহণের বয়স বলে বিবেচনা করা হয়।’
‘কিন্তু আমি এই ধারণার সঙ্গে একমত নই; এবং এই কাজের মাধ্যমে আমি জনগণের উদ্দেশে বার্তা দিতে চাই যে, ষাট বছরেই নিজেকে বুড়ো মনে করার কোনো কারণই নেই। আপনি চাইলে ৬০ বা তার বেশি বছর বয়সেও সক্রিয় থাকতে পারেন, খেলাধুলা করতে পারেন, দারুন সব কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালান রোবেয়া ওই ভবনে আরোহণ নিয়ে তাঁর আরও একটি উদ্দেশ্যের কথা বলেছেন। এর মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চেয়েছেন তিনি।
বিশ্বের উঁচু উঁচু ভবনে বেয়ে আরোহণের জন্য অ্যালান রোবেয়ার খ্যাতি রয়েছে। দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার দেয়াল বেয়েও উঠেছিলেন তিনি।
ভবনে ওঠার সময়ে কোনো প্রকার সুরক্ষা সমাগ্রী ব্যবহার না করায় ইতোমধ্যে তিনি ‘ফরাসি স্পাইডারম্যান’ নামে পরিচিতিও পেয়েছেন।
সাধারণত রোবেয়া কোনো ধরনের পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই ভবনগুলোর দেয়াল বেয়ে উঠে থাকেন। এ কারণে এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। সূত্র : বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ