পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। একই সাথে নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মন্ডল ও আলোক সরকার কার্তিকের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলামকে বলেন, ইসলাম ধর্ম ও মহানবী (সা.) এর অবমাননাকারী অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতমকে সাসপেন্ড করা হয়েছে এবং আদালতে তার রিমান্ড আবেদন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরপরও কেউ যদি সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।