Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহানা কাজীর ফেসবুক ফলোয়ার দশ লাখ

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের কোনো শিল্পীর দশ লাখ ফেসবুক ফলোয়ার হয়নি। এর কাছাকাছি অনেকে পৌঁছালেও প্রবাসী বাংলাদেশি শিল্পী শাহানা কাজীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। শাহানা কাজী বলেন, আমি সবসময়ই শ্রোতাদের সঙ্গে নিজের আনন্দ শেয়ার করতে চাই। আজ আমি তাদের জন্যই এতদূর আসতে পেরেছি। সামনে শ্রোতাদের জন্য নতুন কাজ করছি। সেই খবর জানাতে চাই। সম্প্রতি ফেসবুকে নিজের ফ্যান সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাওয়ায় একটি ছবি আপলোড করে তিনি তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০টি দেশে শাহানা কাজীর ভক্ত রয়েছে। কিছুদিন আগেই কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত বিশাল এক লাইভ কনসার্টে একই মঞ্চে গান করেন বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের সাথে। কনসার্টে শাহানা কাজী বলিউডের বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এর আগে তিনি বলিউডের সংগীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে লাইভ পারফর্ম করেন। সম্প্রতি বলিউডের সঙ্গীত আইকন মিকা সিং শাহানা কাজীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে একটি দ্বৈত গান করতে আগ্রহ প্রকাশ করেন। গত বছর কানাডার টরেন্টো থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার কথা’। তিনি বর্তমানে তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন। শাহানা কাজীর নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শীঘ্রই তার নতুন গানের ভিডিও শ্রোতারা দেখতে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ