প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ঈদের পরই কানাডার টরন্টো শহরের হারশী সেন্টারে বড় ধরনের এক কনসার্ট অনুষ্ঠিত হয়। বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে গান করে কনসার্টটি জমিয়ে তোলেন কানাডায় বসবাসকারী গায়িকা শাহানা কাজী। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার জনপ্রিয় গায়িকা। এই কনসার্ট নিয়ে শাহানা কাজী বলেন, এটি সত্যিই গৌরবের ও সম্মানের বিষয় যে আমাকে দিয়ে এই কনসার্টের শুভ সূচনা করা হয়। হারশী সেন্টার টরন্টোর একটি মর্যাদাপূর্ণ ভেন্যু এবং সেখানে বলিউডের এত বড় মাপের শিল্পীদের সঙ্গে গান গাওয়াটা ছিল আমার জন্য স্মরণীয় ঘটনা। কারণ আমার জানা মতে, এর আগে কোনো বাঙালি সংগীতশিল্পী টরন্টোতে সে সুযোগ পাননি। এই কনসার্টের কথা আমার অনেকদিন মনে থাকবে। এদিকে এরইমধ্যে কণ্ঠশিল্পী শাহানা কাজীর ‘অনুশোচনা’ গানটির ভিডিও নির্মিত হয়েছে। ঈদে ইউটিউব ও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এর প্রচার শুরু হয়েছে। গত বছর কানাডার টরেন্টো থেকে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম যার নাম ছিল ‘ভালোবাসার কথা’। তাতে কবির বকুলের লেখা ও সুরে নয়টি গান ছিল। শাহানা কাজী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি আপলোড করার পর বেশ সাড়া পাচ্ছেন। তিনি বর্তমানে তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।