Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে শাহানা কাজীর মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহানা কাজী তার নতুন গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন। কানাডার টরেন্টোতে বসবাসরত সাউথ এশিয়ান মহলের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী ঈদের জন্য শ্রোতাদের এসব গান উপহার দিবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে শাহানা কাজী বলেন, কানাডার টরেন্টো থেকে গত বছর আমার ‘ভালোবাসার কথা’ শীর্ষক বাংলা গানের প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। কবির বকুলের লেখা এ গানগুলো থেকে বেশকিছু গানের ভিডিও শ্রোতাদের জন্য তৈরী করেছি। এরমধ্যে ‘অনুশোচনা’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ হবে। ঈদের আগে আরও কিছু মিউজিক ভিডিও প্রকাশ হবে। এরমধ্যে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির ভিডিও প্রকাশ করা হবে ঈদের মধ্যে। যা দর্শকরা পছন্দ করবেন বলে আশা প্রকাশ করছি। সব কটি গানের ভিডিও প্রকাশ করা হবে কানাডার বøুসম মিউজিক এর ব্যানারে। আশা করি, দর্শক-শ্রোতারা পছন্দ করবেন। প্রথম অ্যালবামটি প্রযোজনা করছেন শাহেদ কাজী। উল্লেখ্য, ভক্তদের কাছে বাংলার জেনিফার লোপেজ হিসেবে পরিচিত বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান এই কণ্ঠশিল্পী পড়াশুনা শেষ করেছেন টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া তিনি কানাডার স্বনামধন্য সঙ্গীত প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অফ মিউজিক’ থেকে সঙ্গীতের উপর তালিম নিয়েছেন। শাহানার ‘ভালোবাসার কথা’ অ্যালবামটি বর্তমানে আইটিউনস, অ্যাপল মিউজিক, অ্যামাজন, স্পটিফাইসহ সব জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোরে অডিও সিডি, এমপিথ্রি ফরম্যাটে এবং স্ট্রিমিং এ বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে। প্রথম অ্যালবামটি মুক্তির পর উত্তর আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন শাহানা কাজী। বর্তমানে শাহানার ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজে ফলোয়ারদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাত লাখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে শাহানা কাজীর মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ