Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসী শিল্পী শাহানা কাজীর নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শাহানা কাজী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী। কানাডার টরন্টো থেকে গত বছর পহেলা বৈশাখে তার প্রথম বাংলা গানের অ্যালবাম প্রকাশিত হয়। ‘ভালোবাসার কথা’ নামের এ অ্যালবামে গান ছিল নয়টি। সবগুলো গান লিখেন কবির বকুল। শাহেদ কাজীর প্রযোজনায় কানাডার বøসম মিউজিক থেকে প্রকাশিত এ অ্যালবামটি বর্তমানে আই টিউনস, অ্যাপল মিউজিক, আমাজন, স্পটিফাইসহ সব জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোরে অডিও সিডি, এমপিথ্রি ডিজিটাল ফরম্যাটে এবং স্ট্রিমিং এ বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে। এবার তিনি তার দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। এ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। প্রথম অ্যালবাম প্রসঙ্গে শাহানা কাজী বলেন, ‘ভালোবাসার কথা’ অ্যালবামটি রেকর্ড এবং মাস্টারিং করা হয়েছে কানাডার অন্যতম একটি রেকর্ডিং স্টুডিওতে। যেখানে অনেক বিশ্ব বিখ্যাত কণ্ঠশিল্পীরা তাদের গান রেকর্ড করেন। এদের মধ্যে রয়েছেন জাস্টিন বিবার এর মত অনেক খ্যাতিমান শিল্পী। তিনি আরও বলেন, আমার প্রথম অ্যালবামটি মুক্তির পর উত্তর আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। ফেসবুক ফ্যান পেজে ফ্যানদের সংখ্যা দাঁড়িয়েছে ৬.৫ লাখের উপর। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও ফলোয়ার আর সাবস্ক্রাইবার এর সংখ্যা বাড়ছে। শ্রোতা-ভক্তদের এই ব্যাপক সাড়া পেয়ে দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছি। তার ভক্তদের অনেকেই তাকে বাংলার জেনিফার লোপেজ হিসেবে মন্তব্য করেন। উল্লেখ্য, শাহানা কাজী কানাডার টরন্টোতে একজন প্রবাসী জনপ্রিয় শিল্পী। তিনি টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে পড়াশুনা করেছেন। এছাড়া কানাডার সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অফ মিউজিক’ থেকে সঙ্গীতের ওপর শিক্ষা নিয়েছেন। ব্যক্তিগত জীবনে সঙ্গীত অনুশীলনের পাশাপাশি তিনি বর্তমানে টরন্টোর একটি আইটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল অবস্থানে নিযুক্ত আছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী শিল্পী শাহানা কাজীর নতুন অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ