Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোর অস্ত্রবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া-চীন

সিরিয়ায় বিদ্রোহীদের আত্মসমর্পণের শেষ সুযোগ আসাদ বাহিনীর

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আলেপ্পো নগরীতে অস্ত্রবিরতির প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশর, নিউজিল্যান্ড ও স্পেন যে প্রস্তাব তুলেছে তার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন ভেটো দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, জাতিসংঘকে খেয়াল-খুশি মতো চালানোর অধিকার কাউকে দিতে পারি না। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিটালি চারকিন অভিযোগ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম অনুযায়ী কোনো প্রস্তাব উত্থাপনের পর ভোটাভুটির আগে প্রস্তাবটি সবিস্তারে পড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তবে রাশিয়ার উত্থাপিত ওই অভিযোগকে অজুহাত বলে সমালোচনা করেছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সহকারি প্রতিনিধি মিশেল সিসন। তিনি বলেন, রাশিয়া জাতিসংঘকে খেয়াল-খুশি মতো চালাবে, তা আমরা হতে দিতে পারি না। আলেপ্পোতে সাতদিনের অস্ত্রবিরতির প্রস্তাবটির বিপক্ষে ভেটো দেয় রাশিয়া ও চীন। ভেনিজুয়েলা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তবে এঙ্গোলা ভোট দানে বিরত থাকে। অপরদিকে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী জানিয়েছে, আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের বেশিরভাগ এলাকাই তাদের দখলে চলে এসেছে। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, এক সপ্তাহের যুদ্ধেই বিদ্রোহীদের ৭০ শতাংশ এলাকা আসাদ বাহিনীর দখলে এসে গেছে। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এখনো এক লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে। যেখানে তাদের কোনো খাদ্য সরবরাহ নেই, নেই কোনো হাসপাতাল।
অপর এক খবরে বলা হয়, বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে সিরীয় সেনাবাহিনী। হেলিকপ্টার থেকে পূর্ব আলেপ্পোয় বিলি করা লিফলেটে এই সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, বিদ্রোহীরা আত্মসমর্পণ না করলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো পূর্ব আলেপ্পো দখল করা হবে। উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে কয়েকটি বিদ্রোহী সংগঠন। সিরীয় সেনাদের প্রচারিত লিফলেটে বলা হয়, আত্মসমর্পণ করলে বিদ্রোহীদের ক্ষয়ক্ষতি ও শাস্তি কম হবে। এতে আরো বলা হয়, বিদ্রোহীরা যেন অস্ত্র সমর্পণ করার পাশাপাশি আহত ব্যক্তি ও বেসামরিক নাগরিকদের তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেরিয়ে আসার সুযোগ দেয়। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, পুরো আলেপ্পো দখল না করা পর্যন্ত অভিযান চলবে। বিবিসি, প্রেসটিভি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ