বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০)। সে বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছে জানতে পেরেছি।
রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করছি, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পঁচে গিয়েছে।
##
রাঙামাটিতে এবার এসএসসি সমমানের পরীক্ষা দিচ্ছে ৯০৬৬জন শিক্ষাথী
সৈয়দ মাহাবুব আহামদ, স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে
রাঙামাটিতে এবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল সমমানের পরীক্ষা দিবে ৯,০৬৬জন শিক্ষার্থী। কাল বৃহস্পতিবার থেকে সারাদেশের মত রাঙামাটির ১০ উপজেলাও সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষা সুন্দর শান্তিপুর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসন সব ধরণের ব্যবস্থা নিয়েছে।
জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ২১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিবে ৭,৪৮৮জন, ৭টি কেন্দ্রে ১০৫৪জন ভোকেশনাল পরীক্ষার্থী এবং ৫টি কেন্দ্রে ৫২৪জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষা দিবে।
রাঙামাটি জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, জেলার মোট ৩৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।