Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার সিএনজি অটোরিকশা নিহত ৪

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৮ এএম

মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় চার সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এই সময় গুরুতর আহত হয়েছেন হাইওয়ে থানার এএসআই মোস্তফা। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৪ সেপ্টেম্বর (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের হারুনের ছেলে মেহেদী হাসান (২২), সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে মোঃ: সুমন (২৮) একই এলাকার শেখ ফরিদ (২৮) ও পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম (৩০) ।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, বাইপাস হয়ে সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয় একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা দেয়। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন স্থানীয় সিএনজি অটোরিকশার চালকেরা। জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে চার সিএনজি অটোরিকশাচালক মারা যান। আহত হন পুলিশের এএসআই মোস্তফা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ