Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকা রাস্তা চাই

| প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলার অর্ন্তগত রমারখিল গ্রামে মোল্লারহাট থেকে রমারখিল জাব্বারিয়া মাদরাসা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের। বিশেষ করে, বর্ষাকালে তাদের ভোগান্তির সীমা থাকে না। রমারখিল গ্রামে একটি শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তারই পাশাপাশি গড়ে উঠেছে বৃহৎ জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ, পোস্ট অফিস ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগুলোকে কেন্দ্র করে প্রতিদিন শত শত শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণ যাতায়াত করছে রাস্তাটি দিয়ে। মোল্লারহাট বাজার থেকে রমারখিল জাব্বারিয়া ইসলামিয়া মাদরাসা পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তা হলেও গড়ে প্রতিদিন ৮-১০ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এটি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। রাস্তাটির প্রায় ৯৫ শতাংশই খানাখন্দে পূর্ণ। ভারী যান, মাটিবহনকারী ট্রাক ও পিকআপ চলাচল করায় কাঁচা রাস্তায় তৈরি হচ্ছে বড় বড় গর্ত। বর্ষাকালে অনেক সময় শিক্ষার্থীদের কাদাময় রাস্তায় পড়ে গিয়ে পুনরায় বাড়িতে ফেরত যেতে হয়। গ্রামবাসীদের দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। এ ব্যাপারে ইউনিয়ন ও উপজেলাসহ সংশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাইফুর রহমান ফাহিম
শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকা রাস্তা চাই

১৫ সেপ্টেম্বর, ২০২২
আরও পড়ুন