বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা বলেন, সড়ক নিরাপদ করার আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।
বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা একথা বলেন। বিশ্বকে নিরাপদ সড়কের বার্তা দিতে পারে বাংলাদেশের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত এক হোটেলে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন।
এসময় তিনি নিরাপদ সড়ক উপহার দেয়ার আন্দোলনে ভূমিকা রাখতে নিসচা সদস্যদের দিকনির্দেশনা দেন।
নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন বিশ্বজুড়ে সড়ককে নিরাপদ করতে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এতে বিশেষ অতিথি ছিলেন জিএইচএআই এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জিএইচএআই এর এসোসিয়েট ডাইরেক্টর মিনা এল তুর্কি, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, সংগঠনের ভাইস-চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)' এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান, নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, নুরুল আমিন, ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম টিপু, নিসচা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাকিম আলী, দপ্তর সম্পাদক এস.এম হান্নান শাহ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রবি, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা পিয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।