Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের সাংবাদিকদের মতবিনিময় সভায় নবাগত এসপি

‘পুলিশের চাকরিকে আমি চাকরি মনে করি না’

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ৭:৩৬ পিএম

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেছেন, আমি কথায় নয়, কাজের মাধ্যমে আমার পরিচয় দিতে চাই। তিনি আরো বলেন, তিনটি চাকরিকে আমি চাকরি মনে করি না। এগুলো হল-পুলিশ, সাংবাদিক ও চিকিৎসক। এই চাকরি গুলোকে আমি সেবামূলক পেশা বলেই মনে করি। কারণ এ পেশাগুলো বেশির ভাগ জনগণের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত। আমি পুলিশ হিসাবে নিজেকে সেবক মনে করি।

বুধবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স দরবার হলে ময়মনসিংহের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শাকের আহমেদ, সদর সার্কেল আল আমিন, কোতোয়ালী ওসি মাহমুদুল ইসলাম, টিআই সৈয়দ মাহবুবুল রহমান, ডিবি ওসি শাহ কামাল আকন্দ প্রমূখ।

এ সময় এসপি আহমার আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলতে চাই। আমি মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ডেক্স করার চেষ্টা করবো। মাদক নির্মূলে অন্যমাত্রায় কাজ করতে চাই। মাদক ব্যবসায়ী কারও কোন পরিচয় নিয়ে আমি সংকিত হতে চাই না। এ জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা

১৯ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ