Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সংবর্ধনা ও আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সংবর্ধনা ও আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। মিছিল শেষে নতুন কমিটির নেতৃবৃন্দদের বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধার পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাদের বরণ করা হয়।

জানা যায়, গত ৪সেপ্টেম্বর হাসান মাহমুদকে সভাপতি ও রানা আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্র লীগের কমিটি ঘোষণা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর থেকে সেই কমিটিকে স্বাগত জানিয়ে পৌর সদর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আসছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই মাঝে মঙ্গলবার সন্ধার পর নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সংবর্ধনা ও আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। সেই সংবর্ধনা ও মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের নতুন নেতারা আগমন করে। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতারা নতুন নেতাদেরকে স্বাগত জানিয়ে তোরা দিয়ে বরণ করে নেয়। বরণের পর তাদেরকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের কর্মসূচি শেষ করে উপজেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সহ-দফতর সম্পাদক রুহুল আমিন রাহুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল,
দেলোয়ার জাহান মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, কাজী জিয়াউল হক শুভ্র, মোখলেছুর রহমান মানিক, সাইফুল ইসলাম নিপুন চন্দ্র বিশ্বাস সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনন্দ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ