Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশালে কারিগরি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৭:১৭ পিএম

বরিশাল সহ উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পটি একনেক’এ অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বরিশালে আনন্দ র‌্যালী হয়েছে। বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজের কয়েক শ শিক্ষার্থী রোববার সকালে নগরীতে আনন্দ মিছিল বের করে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে ধন্যবাদপত্র দিয়েছে। বরিশাল টেকনিক্যাল ইন্সিটিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী মো. রূহুল আমিন এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ নূর উদ্দিন আহম্মদ র‌্যালীতে নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী দেশের কারিগরি শিক্ষার উন্নয়নে ১০০ উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন এবং বরিশাল সহ ৪ বিভাগে ১টি করে মহিলা পলিটেকনিক ইন্সিটিটিউট স্থাপন প্রকল্পটি অনুমোদন দেয়অ হয়েছে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশকে কারিগরি শিক্ষায় সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আরো একধাপ নিয়ে যাবে বলে জানায় ছাত্রÑছাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনন্দ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ