Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুর গান্ধী শান্তি পুরষ্কার: যুবলীগের সমাবেশ ও আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৭:৩৩ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত হওয়ায় সমাবেশ ও আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ । আজ মঙ্গলবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণের উদ্যাগে এই সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সভায় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক সামসুল আলম অনিক। ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি সরোয়ার হোসেন মনা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ও মোহাম্মদ মাকসুদুর রহমান, দক্ষিণ যুবলীগের প্রচার সম্পাদক আরমান হক বাবু, উত্তর যুবলীগের ক্রীড়া সম্পাদক সেলিম মৃধাসহ আরো অনেকে।

আনন্দ মিছিল ও সমাবেশে মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগের আনন্দ মিছিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ