Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক রাজীব নূরের ওপর সন্ত্রাসী হামলায় ইউডিজেএফবির নিন্দা; দোষীদের গ্রেফতার দাবী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৯ পিএম

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের (ইউডিজেএফবি) সদস্য ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইউডিজেএফবি ।

 

আজ সোমবার এক বিবৃতিতে ইউডিজেএফবি সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক সোহেল মামুন এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবী জানিয়েছেন।

 

ঘটনার বর্ণনা দিয়ে রাজীব নূর বলেন, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়নে, অনেক দিন ধরে দখল করে রেখেছে ওয়াহেদ মিয়া নামে একজন। গতকাল রোববার দুপুরের পর সরেজমিনে প্রতিবেদনের জন্য আমি সেখানে গিয়েছিলাম। আমার সাথে স্থানীয় সাংবাদিকরা ছিল। প্রথমে আমার সঙ্গে থাকা কালের কন্ঠের মোশাহেদ নিজের পরিচয় দিয়েই ওয়াহেদ মিয়ার সঙ্গে সালাম ও কুশল বিনিময় করছিলেন। ওই সময় আমি রামনাথ বিশ্বাসের ঘরের একটি ছবি তুলি। ছবি তোলার পরপর ওয়াহেদ মিয়া চড়াও হন এবং জানতে চান, ছবি তুললেন কেন? আমরা আমাদের উদ্দেশ্য ব্যাখ্যা করতে থাকার এক পর্যায়ে উনার ছেলে ওয়ালিদসহ কয়েকজন আসে এবং আমার মোবাইল কেড়ে নেয়। এক পর্যায়ে আরও কয়েকজন যুবক জড়ো হয় এবং লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করে। রাজীব নূর জানান, এ বিষয়ে স্থানীয় সমাচার পত্রিকার এক সাংবাদিক বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

ইউডিজেএফবি নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদ সংগ্রহের জেরে সাংবাদিকের বিরুদ্ধে এ ধরণের হামলা কোনভাবেই কাম্য নয়। দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও দাবী জানান তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ