Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটালি গুড়ে ইয়াবা

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : এবার খেজুরের গুড়ের মধ্যে পাওয়া গেল ৮ পিচ ইয়াবা। বাঘার মনিগ্রাম বাজারের পিন্টু নামের এক গুড় ব্যবসায়ীর আড়ত থেকে গুড়ের মধ্যে প্লাস্টিকের কৌটায় রাখা ওই ইয়াবা উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়ার পিন্টু, মুনির ও জাকিরকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের সুপারিশে তাদের ছেড়ে দেয়া হয়। পুলিশের দাবি একজন ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তবে প্রশ্নের উত্তর মেলেনি গুড়ের ভেতর ওই ইয়াবা রাখলো কে? গুড় ব্যবসায়ী পিন্টু জানান, যে গুড়রে মধ্যে ইয়াবা পাওয়া গেছে। সেই গুড় তার এলাকার রশিদের ছেলে সাহিনুর তার কাছে বিক্রি করেছে। পরে সেই (সাহিনুর) পুলিশকে ইয়াবা থাকা গুড় দেখিয়ে বলে এই গুড়ের মধ্যেই ইয়াবা আছে। এ বিষয়ে সাহিনুরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বাঘা থানা অফিসার ইনচার্জ জানান, ‘এটা অভিনব ঘটনা। একটি পাটালি গুড়ের ভেতর প্লাস্টিকের কৌটার ভেতরে ইয়াবা পাওয়া যায়। তবে প্রকৃত রহস্যে খুঁজে বের করে জড়িতদের আইনের আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ