Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদের ইনজুরিতে কপাল খুললো রুবেলের

প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০২ এএম, ৬ ডিসেম্বর, ২০১৬

বিশেষ সংবাদদাতা : পেস বোলার শহীদের কপালটা আসলেই মন্দ। জাতীয় লীগের মাঝপথে ইনজুরিতে পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ করেছেন মিস। ফিটনেস ফিরে পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার জন্য তৈরি করেছেন নিজেকে। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে দারুণ বোলিংয়ে (৮ ম্যাচে ১৫ উইকেট) টেস্ট ছাড়াও সীমিত ওভারের ক্রিকেটে খেলার দাবিটা জোরালোভাবে তুলেছিলেন নারায়ণগঞ্জের ছেলেটি। তবে ফিল্ডিংয়ের সময়ে হাঁটুতে চোট পেয়ে সর্বনাশ হয়ে গেছে শহীদের। আগামী ১০ ডিসেম্বর সিডনীর ফ্লাইট ধরার কথা ছিল তার। কিন্তু হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় বিপিএলই শুধু নয়, অস্ট্রেলিয়া সফর থেকেও পড়েছেন ছিটকে। শহীদের ইনজুরিতে কপাল খুলেছে রুবেল হোসেনের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের বাইরে কাটিয়ে, বিসিবিতে মুচলেকা দিয়ে ফিরেছিলেন এই পেস বোলার, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। ওই সিরিজে ২ ম্যাচে বলার মতো পারফর্ম করতে না পারায় তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজজুড়ে দর্শকের কাতারে থাকা সেই রুবেল হোসেনকেই শেষ পর্যন্ত দলে ফিরিয়ে আনলেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্প এবং নিউজিল্যান্ড সফরের জন্য গতকাল ঘোষিত ২২ সদস্যের দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন।
তবে ইনজুরির কারণে ঘোষিত স্কোয়াডের দুই ক্রিকেটার পেসার হান্টের আবিষ্কার এবাদত এবং লেগ স্পিনার তানভীর ফিটনেস ফিরে পাওয়ায় তাদের রিপ্লেশমেন্ট খুঁজতে হয়নি। এমনকি পুরোপুরি ফিট না হয়েও দলের সঙ্গে যাচ্ছেন মুস্তাফিজুর। গতকাল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করে এ তথ্যই দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুÑ ‘আমাদের প্রধান চিকিৎসক ও ফিজিও জানিয়েছে, দলে শহীদ ছাড়া কেউ ইনজুরিতে নেই। বাকিরা খেলার মতো ফিট আছে। তাই মুস্তাফিজ ও ইবাদত অস্ট্রেলিয়ায় যাচ্ছে।’
বিপিএলের পারফরমার নাসির হোসেন, মেহেদী মারুফ এবং শাহরিয়ার নাফিসের নাম পুর্নবিবেচনার প্রস্তাব দিয়েছিলেন বিসিবি সভাপতি। তবে তাদের কাউকে বিবেচনায় আনেনি নির্বাচকমÐলী। বিপিএলের পারফরমেন্সে রুবেলকে দলে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ ‘রুবেল বিপিএলে খুব ভাল পারফর্ম করায় ওর নাম এমনিতেই চলে এসেছে।’ ৬ বছর আগে হ্যামিল্টন টেস্টে ৫ উইকেট শিকারী রুবেলও দলে ফেরার কারণ হিসেবে বিপিএলে পারফমেন্সকে মনে করছেনÑ ‘জাতীয় দলের বাইরে থাকাটা সব সময়ের জন্যই কষ্টের। অস্ট্রেলিয়াতে যাবো, নিউজিল্যান্ডে খেলব। ভাবতে ভালোই লাগছে। যদিও শহীদের জন্য খারাপ লাগছে। শেষ দুইটা সিরিজে ইনজুরির কারণে সে খেলতেই পারেনি। আফগানিস্তানের বিপক্ষে আমি ভালো পারফর্ম করিনি। বিপিএল শুরুর আগেই টার্গেট করেছিলাম, এখানে ভালো করতেই হবে। প্রত্যেক ম্যাচে উইকেট পাই আর নাই পাই; আমাকে ভালো বোলিং করতে হবে। হয়তো বা বিপিএলে ভালো পারফরম্যান্সের কারণে সুযোগটা এসেছে। উইকেট বিবেচনায় ১২ ম্যাচে ১৫ উইকেট আহামরি কোনও উইকেট নয়। তারপরও বোলিং যেভাবে করেছি, তাতে আমি সন্তুষ্ট। আমি মনে করি, আত্মবিশ্বাস ফিরে এসেছে এখন। বিপিএলটা আমাকে অনেক সাহায্য করেছে।’
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদ

১১ ফেব্রুয়ারি, ২০২৩
১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ