Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিএনপি’র ২২০ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গাড়ি ভাঙচুর, দায়িত্ব পালনে পুলিশকে বাঁধা দেয়ার পৃথক মামলায় বিএনপি’র ২২০ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি আতাবুল্লাহর ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। জামিনের মেয়াদ দেড় মাস।

এসব মামলার আসামি সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও নোয়াখালি অঞ্চলের। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। জামিনের বিষয়ে উভয় আইনজীবী জানান, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে গাড়ি ভাঙচুর,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে বাঁধা দেয়া এবং বোমা বিস্ফোরণের অভিযোগে পুলিশ তাদেরকে বিভিন্ন মামলার আসামি করে। আসামিরা বিএনপির নেতাকর্মী হওয়ায় তাদের হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন তাদের আন্দোলন কর্মসূচিতে হামলা ও মারধর করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ