বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১১ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টা করাতকল বিধিমালা আইন অনুযায়ী মায়ানী ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউনো) মিনহাজুর রহমান লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।
এ সময় আনন্দ বাজারের ২টি করাত কলের মালিক সিরাজ ও কবির এর কাছে বৈধ কাগজ পত্র চাইলে তার দেখাতে না পারায় ২টি করাত কল সিলগালা করা হয়। এছাড়া একই এলাকার আবুতোরাব বাজারের কামাল পাশা নামে এক করাত কলকেও সিলগালা করা।
এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, আমরা করাতকল বিধিমালা আইন অনুযায়ী উপজেলার আনন্দ বাজার ও আবুতোরাব বাজারে ৩টি করাত কল সিলগালা করেছি। তিনি আরো বলেন অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যাক্তিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।