বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে। তারা হলো,ক্যাম্প-১৫ এর জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতা (১৪) ও জি-২ ব্লকের আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জামতলী ক্যাম্প-১৫ তে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
১১ সেপ্টেম্বর রবিবার সোয়া এগারটার দিকে উখিয়ার জামতলী ১৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই-৯ ব্লকের সামনে ওই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
জানা যায়, কেয়ার বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও সংস্হা) রোহিঙ্গা ক্যাম্পে নিযোজিত রয়েছে। তাদের একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে উল্টে যায়। এসময় পথচারী দুই রোহিঙ্গা শিশু চাপা পড়ে। তাঁরা দুইজনই ঘটনাস্থলে মারা যায়। পরে এপিবিএন পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করে হয়।
এ ব্যাপারে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) মো:কামরান হোসেন ট্রাক চাপায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যুর কথা অত্র প্রতিবেদককে অবহিত করেন। তিনি জানান,রবিবার সকাল ১১টায় ইট বোঝাই একটি ট্রাক উল্টে ক্যাম্পের দুই পথচারী রোহিঙ্গা কিশোরী মারা যায়। খবর পেয়ে ৮ এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।