Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরের তারাগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘষে নবজাতকসহ ৩ জন নিহত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১:২৪ পিএম

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৯ জন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সপ্তাহের ব্যবধানে একই স্থানে এই দুর্ঘটনা ঘটে।
রোববার সকালে জেলার তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় রংপুর-দিনাজপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাত দিনের নবজাতক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোরে অসুস্থ নবজাতকের চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা নীলফামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবাসযোগে আসছিলেন। এ সময় সলেয়াশা বাজারের কাছে পৌঁছামাত্র অপর দিক থেকে আসা ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতদিনের নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে ৪ঠা সেপ্টেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ