পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
চাঁদপুর জেলার অর্ন্তগত কচুয়া উপজেলার একমাত্র বাস সার্ভিস পরিবহন সুরমা-সুপার। গত কয়েক বছর ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে এই সুরমা-সুপার পরিবহন। যদিও এখন হাজীগঞ্জ উপজেলার কয়েকটি বাসকে গৌরিপুর-কালিয়াপাড়া সড়কে যাতায়াতের সুযোগ দেয়া হয়েছে, কিন্তু সে-সকল বাসকে কচুয়ার যাত্রী উঠানোর সুযোগ দেয়া হয় না। এ কারণে ঈদের ছুটি, পূজার ছুটিতে যাত্রীদের যাতায়াতের সময় গুনতে হয় বাড়তি ভাড়া। গত বছরের নভেম্বরে জ্বালানির দাম বৃদ্ধির কারণে দূর পাল্লার বাস ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধি করা হয়, তখন বাস বাড়া ছিলো ঢাকা-কচুয়া ১৮৫ টাকা। কিন্তু ছুটির দিনগুলোতে যাত্রীদের থেকে ২৫০ টাকা করে আদায় করা হতো। সেই সাথে সিটের বহির্ভূত অতিরিক্ত যাত্রীবহন করাও তাদের এক অভ্যাসে পরিণত হয়েছে। বিকল্প কোনো যানবাহন না থাকায় যাত্রীগণ তাদের কাছে জিম্মি। সম্প্রতি সুরমা-সুপার পরিবহন ধর্মঘট ডেকেছিল। ফলে এই রুটে অন্য কোনো বাস সার্ভিস না থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। যাত্রীদের মূল্যবান সময় নষ্টের সাথে অতিরিক্ত খরচের কবলে পড়তে হয়েছে। অথচ, এসব দেখার যেন কেউ নেই। সার্বিক বিবেচনায় এই রুটের যাত্রীদের দুর্ভোগ লাঘবে যথাযথ কতৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।
মো. রুবেল আহমেদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।